Connecting You with the Truth

তেল উৎপাদন হ্রাস করবে না সৌদি আরব

oil-situation-42079আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব তেল উৎপাদন হ্রাসে ‘প্রস্তুত নয়।’ বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী একথা বলেছেন।সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আব্দেল আল-জুবেইর বলেন, ‘অন্যান্য উৎপাদনকারীরা যদি তেল উৎপাদন হ্রাস বা বন্ধ করতে সম্মত হয়ে তবে তা বাজারে প্রভাব ফেলতে পারে। কিন্তু শুধু সৌদি আরব একাই তেল উৎপাদন হ্রাসে প্রস্তুত নয়।’
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তেল ইস্যুটি বাজারের সরবরাহ ও চাহিদার ওপরে নির্ভর করবে। সৌদি আরব তেলের বাজারে তার হিস্যা সুরক্ষিত রাখবে এবং আমরা তাই বলেছি।’
সৌদি আরব ও অন্যান্য ওপেক উৎপাদকরা তেল উৎপাদনের প্রস্তাবটিতে সম্মত হয়নি। বিশেষত মার্কিন তেল কোম্পানি শেলকে তেলের বাজার থেকে বের করে দিতেই এই প্রস্তাব দেয়া হয়।
২০১৪ সালের মাঝামাঝি সময় থেকে এপর্যন্ত তেলের দাম ৭০ শতাংশ পর্যন্ত নেমে যায়। সৌদি আরব ও রাশিয়া বলেছে, তারা তেল উত্তোলন কমাবে যদি অপরাপর উত্তোলকরাও একই পদক্ষেপ নেয়। এএফপি।

Comments
Loading...