Connecting You with the Truth

তোরেসের জয়ের স্বাদ

s-4
স্পোর্টস ডেস্ক:
অ্যাতলেটিকো মাদ্রিদে দ্বিতীয়বারের মতো খেলতে আসা ফার্নান্দো তোরেস নিজের প্রথম ম্যাচেই শক্তিশালী রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছেন। আর ডার্বি ম্যাচে এ জয়ের ফলে দারুণ উল্লাসিত এ স্প্যানিয়ার্ড। তোরেস ১৭ বছর বয়সে ভিসেন্তে কালদেরনে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। আর এ জানুয়ারিতে এসি মিলান থেকে ধারের মাধ্যমে আবারো লা রোজিব্লাঙ্কসে যোগ দিলেন। পাশাপাশি প্রতিবেশিদের সঙ্গে দিয়েগো সিমিওনের প্রথম একাদশেই সুযোগ পান তিনি। যেখানে দলটি ২-০ গোলের ব্যবধানে জয় পায়। তোরেস বলেন, ‘আমরা আজ দারুণ খুশি। কারণ দলের খেলা, ফলাফল ও সঙ্গবদ্ধতা ছিল অসাধারণ। আর এই দিনটি আমরা উদযাপন করতে চাই। এ জয় আমাকে দারুণ স্বাদ দিয়েছে। আর বিশ্বের সেরা কোন দলের বিপক্ষে জয় পাওয়াটা একটা অন্য রকম ব্যাপার।’ ৩০ বছরের তারকা আরো বেলন, ‘আমরা অসাধারণ খেলে ২-০ গোলে জয় পেয়েছি। আর আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিয়েছি। যেখানে রিয়াল তেমন কোন সুযোগ পায়নি।’

Comments
Loading...