Connecting You with the Truth

থামছেই না চোরাচালান, কমলাপুর স্টেশনে ৪০ স্বর্ণের বার উদ্ধার

goldস্টাফ রিপোর্টার:
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রাম থেকে আসা ট্রেনের আরোহী এক যুবকের কাছ থেকে ৪০টি সোনার বার উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আটককৃত সোনার মূল্য দুই কোটি ৪০ লাখ টাকা। কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, গতকাল সকাল সাতটার দিকে চট্টগ্রাম থেকে আসা তূর্ণা নিশীথা এক্সপ্রেসের যাত্রী এক যুবককে সন্দেহবশত তল্লাশি চালিয়ে এই ৪০টি সোনার বার জব্দ করা হয়। উদ্ধারকৃত সোনার আনুমানিক ওজন ৫ কেজি, এবং বাজার মূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা বলে জানান ওসি মজিদ। আটক যুবকের নাম শাহীন (৩০)। তাকে বর্তমানে কমলাপুর রেলওয়ে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.