Connecting You with the Truth

দক্ষিণ আফ্রিকার পরামর্শক হিসেবে নিয়োগ পেলেন হাসি

s-10
স্পোর্টস ডেস্ক:
এবারের ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন সময়ে দক্ষিণ আফ্রিকার পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মাইকেল হাসিকে। হাসির পরামর্শক হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রোটিয়ারা আগামী ১৫ ফেব্র“য়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের শুভ সূচনা করবে। এদিকে প্রোটিয়া কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়েছেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে দলের কনসাল্টেন্ট হিসেবে ৩৯ বছর বয়সী হাসিকে কাজ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। ডোমিঙ্গো বলেন, ‘আমরা দলের জন্য তার(হাসি) সঙ্গে আলোচনা করছি। তাকে আমরা পরামর্শক হিসেবে কাজে লাগাতে চাই। তিনি একজন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান এবং অস্ট্রেলিয়ার কন্ডিশনের ব্যাপারে তার ভাল ধারণা রয়েছে।’ হাসি ২০০৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জেতেন। এরপর ২০১৩ সালে সবধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। অস্ট্রেলিয়া দলের হয়ে তিনি ব্যাট হাতে ১২,০০০ রান সংগ্রহ করেছেন। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও বাঁহাতি এই ব্যাটসম্যান বিভিন্ন ঘরোয়া টি-২০ ক্রিকেটে অংশ নিয়ে চলেছেন।

Leave A Reply

Your email address will not be published.