দক্ষিণ কোরিয়ার ইনচন যাচ্ছে ভারোত্তোলন দল
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশের ১০ জন ভারোত্তোলক ও ২ জন কোচসহ ১২ সদস্যের দল মঙ্গলবার সকালে রওয়ানা দেবে দক্ষিণ কোরিয়ার ইনচনের উদ্দেশ্যে। সেখানে ভারোত্তোলকরা উচ্চতর প্রশিক্ষণ নেবেন ৯-১৯ সেপ্টেম্বর পর্যন্ত। এশিয়ান গেমস শেষে ৬ অক্টোবর দেশে ফিরবে বাংলাদেশ দল। সফরে বাংলাদেশ দলের ১২ সদস্যের প্রশিক্ষণকালীন সময়ে থাকা, খাওয়া, যাতায়াত বিমান ভাড়াসহ সব খরচ বহন করছে কোরিয়ান ভারোত্তোলন ফেডারেশন। এ ছাড়া আনুসঙ্গিক অতিরিক্ত খরচ বহন করছে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন।
প্রশিক্ষণে অংশ নেওয়া বাংলাদেশ দলের সদস্যরা হচ্ছেন:
হামিদুল ইসলাম (৭৭ কেজি ওজন শ্রেণী), বিদ্যুৎ কুমার রায় (১০৫ কেজি প্লাস), মোস্তাইন বিল্লা (৬২ কেজি), শিমুল কান্তি সিংহ (৬৯ কেজি), মনোরঞ্জন রায় (৮৫ কেজি), জহুরা আক্তার রেশমা (৪৮ কেজি), মোল্লা সাবিরা সুলতানা (৫৩ কেজি), ফাহিমা আক্তার ময়না (৫৮ কেজি), মাবিয়া আক্তার সিমান্ত (৬৩ কেজি), রোকেয়া সুলতানা সাথী (৬৯ কেজি)। দলীয় প্রশিক্ষক হিসেবে যাচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদের কোচ ফারুক আহমেদ সরকার ও শাহরিয়া সুলতানা সুচি।