Connecting You with the Truth

দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১৮ রুটে পরিবহন ধর্মঘটের হুমকি

যশোর প্রতিনিধি:
২১ সেপ্টেম্বর থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১৮ রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছে যশোর জেলা সড়ক পরিবহন সমিতি। যশোর-খুলনা, যশোর-নড়াইলসহ বিভিন্ন সড়ক সংস্কার, অবৈধ নসিমন করিমন চলাচল বন্ধসহ ৫ দফা দাবিতে এ ধর্মঘটের হুমকি দেওয়া হয়েছে। এ দাবি আদায়ের লক্ষে একটি আন্দোলন বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়েছে। ৭ সদস্যের এ কমিটিতে যশোর জেলা সড়ক পরিবহন সমিতির সহসভাপতি পবিত্র কাপুড়িয়াকে আহ্বায়ক করা হয়েছে। আগামীকাল বেলা ১১টায় এ উপলক্ষে সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়েছে।
যশোর জেলা সড়ক পরিবহন সমিতির সহ-সভাপতি পবিত্র কাপুড়িয়া জানান, সরকারি ও হাইকোর্টের সিদ্ধান্ত উপেক্ষা করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটে অবৈধ যান নসিমন, করিমন টেগার, টে¤পু, জেএসএ, মহেন্দ্র ও ইজিবাইক চলাচল করছে। পাশাপাশি যশোর-খুলনা, যশোর-নড়াইল, যশোর-মাগুরা, যশোর-চৌগাছাসহ বিভিন্ন সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় অত্যন্ত ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এছাড়াও হাইওয়ে পুলিশের চাঁদাবাজি, দৌলতদিয়া ঘাটে হয়রানি, চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং গাড়ির চ্যাসিস, টায়ার, টিউব, যন্ত্রাংশ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিসহ নানা কারণে পরিবহন মালিক ও শ্রমিকরা দুর্বিষহ অবস্থার মুখে পড়েছে। এ নাজুক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মালিক সমিতি ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দর সমন্বয়ে ৫ দফা দাবি আদায়ে আন্দোলন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এ দাবি আদায়ে কমিটি আজ বেনাপোলে, বৃহ¯পতিবার চাঁচড়া মোড়ে এবং শনিবার মনিহার মোড়ে সমাবেশ করবে। এতেও দাবি আদায় না হলে ২১ সেপ্টেম্বর রোববার সকাল থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১৮টি রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছে।

Comments
Loading...