দগলাস আলভেজ, কাফুদের আদর্শ মনে করেন
স্পোর্টস ডেস্ক:
বার্সেলোনার হয়ে নতুন মৌসুমে চুক্তি করা ব্রাজিলিয়ান দগলাস পেরেইরা চান দানি আলভেজ, কাফুদের মতো বড় মাপের ফুটবলার হতে। এ দুই ফুটবল গ্রেটকে তিনি আদর্শ মানেন বলে জানালেন তিনি। স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় নাম লেখানো ব্রাজিলের সাও পাওলোর উদীয় ফুটবল তারকা দগলাস পেরেইরাকে সাড়ে পাঁচ মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়েছে মেসি-নেইমার-দানি আলভেজদের ক্লাব। ক্যাম্প ন্যু’তে তিনি প্রথম একাদশের হয়ে জায়গা পেতে চান সব সময়। চলতি মৌসুমের পরেই দানি আলভেজের সঙ্গে ক্লাবের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। ৩১ বছর বয়সী আলভেজের সঙ্গে চুক্তি নবায়ন করবে না বার্সেলোনা। তার শূন্যস্থান পূরণেই প্রতিভাবান দগলাসকে দলে রাখা হয়েছে বলে জানা গেছে। দগলাস বলেন, ‘আমি দানি আলভেজ ও কাফুর মতো বড় মাপের ফুটবলার হয়ে বার্সায় খেলে যেতে চাই। তারা দু’জনই ভিন্ন পর্যায়ের ফুটবলার। আমি তাদের দেখে অনেক কিছু শিখেছি। যদি বার্সায় টিকে থাকতে হয়, তবে আমাকে আরো বেশি কিছু শিখতে হবে।’ ক্লাবের কোচের প্রতি আস্থা রেখে দগলাস বলেন, ‘আমি শুনেছি নতুন কোচ লুইস এনরিখ আমাকে আরো বেশি পরিণত করে তুলবেন। আমি বার্সার হয়ে আরো উন্নতি করতে চাই। কঠোর পরিশ্রম করে আলভেজের মতো মূল একাদশে খেলতে চাই।’ ২৪ বছর বয়সী রাইট ব্যাক দগলাস এখনও ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে তুলতে পারেননি। তিনি আশাবাদী বার্সেলোনায় খেলে বিশ্বব্যাপী ফুটবল ভক্তদের পাশাপাশি ব্রাজিল দলের নতুন কোচ দুঙ্গারও মন জয় করতে পারবেন।