দর্শক নন্দিত হন পূজা
বিনোদন ডেস্ক:
ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি’ সিনেমায় মাহির ছোট বেলায় ভূমিকায় অভিনয় করে দর্শক নন্দিত হন পূজা। এবার অনন্য মামুনের ‘ব্লাকমেইল’ ছবিতে ববির ছোটবেলার চরিত্রেও অসাধারণ অভিনয় করেছেন পূজা, জানালেন ছবিটির পরিচালক। এছাড়াও গেল ঈদে অনন্ত জলিল পরিচালিত ‘মোস্টওয়েলকাম-টু’ ছবিতেও পূজার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। মডেল-অভিনেত্রী হিসেবে অনুভূতি কেমন জানতে চাইলে পূজা বলেন, নিজেকে স্ক্রিনে দেখতে খুব ভালোলাগে। আমার ক্লাসের বন্ধুরা অনেক উৎসাহ দেয়। সবাই যখন বলে তোমার অভিনয় ভালো লেগেছে। তখন খুব আনন্দ হয়। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি অমিতাভ রেজার নির্দেশনায় ‘টেলিটক থ্রি জি’র বিজ্ঞাপনে পূজা প্রথম মডেল হিসেবে কাজ করেন। এরপর ‘প্রাণ টিফিন কেকদ, ‘বাংলাদেশ টুডেদ, ‘সেনোরা’সহ আরও বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করে খুব অল্প সময়েই আলোচনায় চলে এসেছেন এই ক্ষুদে মডেল-অভিনেত্রী। এছাড়াও পুজা নতুন কিছু বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। সামনে প্রচারের অপেক্ষায় রয়েছে তার অমিতাভ রেজার নির্দেশনায় নির্মিত ‘রিন পাউডার’, মাসুদ জাকারিয়া সাবিলের ‘আরএফএল টেবিল’, নাফিজের ‘প্রাণ নুডুলস’ ইত্যাদি। উল্লেখ্য, শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রং’ ছবিতে পূজা প্রথম অভিনয় করেন। এরপর পূজা একে একে ‘জান তুমি প্রাণ তুমি’, ‘মনের ঘরে বসত করে’, ‘ছোট্ট সংসার’, ‘ডন নাম্বার ওয়ান’, ‘আমার চ্যালেঞ্জ’, ‘সন্তানের মতো সন্তান’, ‘তবুও ভালোবাসি’ , ‘মাই নেম ইজ খান’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নাইওরী’সহ আরও অনেক ছবিতে অভিনয় করেছে।