Connecting You with the Truth

দলীয় প্রার্থীদের মনোনয়ন দেবেন মির্জা ফখরুল

mmmআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের মনোনয়ন দেবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এই তথ্য জানান।

এর আগে নির্বাচন কমিশনে যায় রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল। সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংশ্লিষ্ট থানার সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সুপারিশের ভিত্তিতে দেয়া হবে।

তিনি বলেন, আমাদের গঠনতন্ত্রের একটি ধারায় পরিবর্তন এসেছে। দলীয় চেয়ারপারসনের পাশাপাশি সিনিয়র ভাইস চেয়ারম্যান পদটিও নির্বাচনের মাধ্যমে হবে। সে বিষয়টি কমিশনকে অবহিত করতে এসেছিলাম।

এসময় বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম, বিএনপির সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি উপস্থিত ছিলেন।

Comments
Loading...