Connecting You with the Truth

দলের সঙ্গে যোগ দিতে পারেন অফ-স্পিনার সাঈদ আজমল

s-1স্পোর্টস ডেস্ক:
পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান জানিয়েছেন, পাকিস্তান বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারলে দলের সঙ্গে অফ-স্পিনার সাঈদ আজমল যোগ দিতে পারেন। শাহরিয়ার জানান, ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া পেসার মোহাম্মদ ইরফানের বিকল্প হিসেবে সাঈদ আজমলকে নেয়া হতে পারে। তবে পাকিস্তান শুক্রবারের কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়াকে হারাতে পারলে তবেই আজমলের প্রত্যাবর্তন ঘটবে। বুধবার এক সাক্ষাৎকারে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, ‘আমরা ইরফানের বিকল্প হিসেবে কোয়ার্টার ফাইনালে কাউকে পাঠাচ্ছি না। কেননা, শুক্রবারের কোয়ার্টার ফাইনালের আগে কাউকে বিকল্প হিসেবে নেয়ার জন্য আমাদের হাতে যথেষ্ট সময় নেই। তবে দল সেমিতে যেতে পারলে বিকল্প কাউকে দলে নিবো এবং সেটা হতে পারে আজমল।’ আজমল পাকিস্তানের একটি টেলিভিশনে বিশ্বকাপ উপলক্ষে বিশেষজ্ঞের মতামত দিয়ে আসছেন। পাকিস্তানের ঘরোয়া লিগের দ্বিতীয় সারির একটি দলের হয়েও আপাতত খেলছেন তিনি। এর আগে মোহাম্মদ হাফিজ ইনজুরির কারণে ছিটকে পড়লে আজমলকে দলের নেয়ার সুযোগ আসে পাকিস্তানের জন্য। তবে তাকে না নিয়ে নির্বাচকরা নাসির জামশেদকে দলে নেয়। প্রসঙ্গত, অবৈধ বোলিং অ্যাকশনের কারণে বিশ্বকাপের ১৫ সদস্যের চূড়ান্ত দল থেকে স্বেচ্ছায় নাম প্রত্যাহার করে নেন ৩৮ বছর বয়সী অফ-স্পিনার সাঈদ আজমল।

Comments
Loading...