Connecting You with the Truth

দল কমাতে যাচ্ছে আইসিসি

স্পোর্টস ডেস্ক:
এবারের বিশ্বকাপে মোট ১৪টি দল অংশগ্রহণ করে। আর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিসি) এর সহযোগী দলগুলোর দারুণ পারফর্মেন্স ইতোমধ্যেই মন কেড়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী এই সংস্থাটির। তারপরেও আগামী ২০১৯ বিশ্বকাপে দল কমাতে যাচ্ছে তারা। আইসিসির প্রধান ডেভ রিচার্ডসন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী বিশ্বকাপে চারটি দল কমানো হতে পারে। অর্থাৎ ১০টি দল নিয়ে বসবে বিশ্বকাপের আসর। রিচার্ডসন বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী বিশ্বকাপে ১০ দল খেলবে। আমরা আরো কিছু কোয়ালিফাইয়ার পেয়েছি, যেগুলো কিনা, খেলার মানকে আরো উপরে এগিয়ে নেবে।’ চলতি বিশ্বকাপে আইসিসির সহকারী দলগুলোর মধ্যে আয়ারল্যান্ড ছাড়াও আফগানিস্তান বেশ ভালো করে। তাছাড়া স্কটল্যান্ড এবং ইউএই’র পারফর্মেন্সও ছিল দেখার মতো।

Comments
Loading...