Connecting You with the Truth

দল থেকে ছিটকে পড়লেন হাল্ক ও অ্যালেক্স সান্দ্রো

s-7
স্পোর্টস ডেস্ক:
কলম্বিয়া এবং ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিল জাতীয় ফুটবল দল থেকে ছিটকে পড়লেন হাল্ক ও অ্যালেক্স সান্দ্রো। তাদের দুইজনের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন রবিনহো এবং মার্সেলো। ৫ সেপ্টেম্বর মিয়ামিতে কলম্বিয়া এবং ৯ সেপ্টেম্বর নিউ জার্সিতে ইকুয়েডরের বিপক্ষে দল ঘোষণা করেছিল ব্রাজিলের নতুন কোচ কার্লোস দুঙ্গা। ঘোষিত সে দলে ছিলেন হাল্ক ও অ্যালেক্স সান্দ্রো। তবে, দু’জনের ইনজুরিতে দল থেকে ছিটকে পড়লেন তারা। হাল্ক ও অ্যালেক্স সান্দ্রোর বদলি হিসেবে মিয়ামিতে যোগ দেবেন রবিনহো এবং মার্সেলো। রবিনহো গত নভেম্বরে হন্ডুরাস এবং চিলির বিপক্ষে ব্রাজিলের সাবেক কোচ লুইজ ফেলিপ স্কলারির দলে ছিলেন। তবে, এ বছরের মার্চে দ. আফ্রিকার বিপক্ষে ম্যাচে তার হয়নি। ফলে, স্বাগতিকদের হয়ে বিশ্বকাপেও নামা হয়নি রবিনহোর। ২৬ বছর বয়সী মার্সেলো স্কলারির দলে ছিলেন। বিশ্বকাপের সাত ম্যাচের ছয়টিতেই তিনি খেলেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে ২০০ ম্যাচ খেলা মার্সেলো ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলেছেন ৩৭টি ম্যাচ।

 

Comments
Loading...