দশমিনা প্রতিনিধি, পটুয়াখালী:
পটুয়াখালীর দশমিনা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র্যালিটি পুলিশের বাধায় দলীয় কার্যালয়ের সামনে এসে আবদুল আলীম তালুকদারের সভাপতিত্বে এক পথ সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন শাহ আলম, প্রভাষক মো. আমিনুল হক, আ. মোমেন তালুকদার, মো. মাসুদুর রহমান মাসুদ প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন ছাত্রদল, যুবদল ও মূল দলের নেতৃবৃন্দ।