Connecting You with the Truth

দাউদকান্দিতে দুর্ধর্ষ ডাকাতি

দাউদকান্দি প্রতিনিধি, কুমিল্লা:
দাউদকান্দি উপজেলার গৌরীপুরে ২টি দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে গৌরীপুর বাজারের পুলিশ ফাঁড়ি সংলগ্ন বঙ্গ মার্কেটের বিডি এনার্জি ইলেকট্রনিক্স দোকানে এবং গৌরীপুর-নৈইয়ার সড়কের পেন্নাই বাসস্ট্যান্ডে মেসার্স সাকিব মটরস্ দোকানের তালা ভেঙ্গে নৈশপ্রহরীকে মারধর করে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। পেন্নাই বাসস্ট্যান্ডের নৈশপ্রহরী মো. হুমায়ন জানান, ৮/১০ জনের একটি ডাকাতদল একটি হলুদ পিকআপ নিয়ে দোকানের তালা ভেঙ্গে মালামাল গাড়িতে উঠায়। এ সময় সে তাদের বাধা প্রদান করলে ডাকাতদল তাকে দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। তার চিৎকারে আশেপাশের দোকানে ঘুমিয়ে থাকা লোকজন জেগে উঠলে দ্রুত ডাকাতদল গাড়ি নিয়ে পালিয়ে যায়। আহত নৈশপ্রহরী মো. হুমায়নকে গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত সেবার জন্য কুমিল্লা পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, এ ঘটনার পরপরই নৈইয়ার রোডে সিএনজি করে দাউদকান্দি থানার একটি পুলিশের দল আসে। তখন তাদের ঘটনা অবহিত করা হয়। মেসার্স সাকিব মটরস্ দোকানের মালিক মো. আসিফ কবির জানান, ডাকাতদল নগদ টাকা ও মালামালসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। অপরদিকে গৌরীপুর বাজারের পুলিশ ফাঁড়ি সংলগ্ন বঙ্গ মাকের্টের বিডি এনার্জি ইলেকট্রনিক্স দোকান মালিক আ: রহমান শামিম জানান, ডাকাতদল দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এদিকে গৌরীপুর পুলিশ ফাঁড়ির সামনে ও গৌরীপুর বাসস্ট্যান্ডের মত গুরুত্বপূর্ণ স্থানে ডাকাতির ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকার নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা।
এ ব্যাপারে গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এস আই মো. আসাদুজ্জামান আসাদ জানান, বিযয়টি পুলিশ অবগত রয়েছে। পুলিশি তদন্ত চলছে।

Comments
Loading...