দেশজুড়ে
দাকোপে বর্ষাকালীন সবজি চাষে সফল কৃষাণী স্বপ্না
দাকোপ, খুলনা:
বর্ষাকালীন সবজি চাষে সফল হয়েছেন দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের হরিণটানা বোর্ডবাড়ী গ্রামের কৃষাণী স্বপ্না রপ্তান। বিধবা স্বপ্না রপ্তান তার দেবর তাপস রপ্তানের মাছের ঘেরের পাড়ে এই সবজি বাগান করেছেন। বৈশাখ মাসে ক্ষেতে যে সবজি বীজ রোপণ করা হয়েছিল তাতে এখন প্রচুর ফলন হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, মাত্র দেড় বিঘা জমির মাছের খামার (ঘেরের পাড়ে) স্বপ্না রপ্তানের সবজি বাগান। বাগানে শশা, ঝিংয়ে, কুশি, বরবটি, করল্লা, চালকুমড়া, ঢেড়স প্রচুর পরিমাণে হয়েছে। বাজারের ব্যবসায়ীরা তার ক্ষেত থেকে এসব সবজি ক্রয় করে বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে। স্বপ্না বলেন, এই বাগান করতে নিজে ও তার দেবর তাপস রপ্তান অর্থ ও শ্রম দিয়ে যথেষ্ট সহযোগিতা করেছে। বীজ, নিজেদের তৈরি সার, নেট জাল ক্রয় করে বাগান করতে তার খরচ হয়েছিল ২০ হাজার টাকা। বর্তমানে দৈনিক তার প্রায় ১ হাজার থেকে ১২শত টাকার সবজি বিক্রয় হচ্ছে। এই পর্যন্ত তিনি ৪৫ হাজার টাকার সবজি বিক্রয় করেছেন। ক্ষেতে গাছে যে ফল ধরেছে তাতে আগামীতে ৫০ থেকে ৬০ হাজার টাকার ফসল বিক্রি করতে পারবেন বলে আশা করেন। তার ফসলের প্রধান বৈশিষ্ট্য হলো কীটনাশকমুক্ত সবজি। তার বাগানে কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয় না। স্বপ্না মণ্ডল জানান, নিম পাতার রস, মেহগনি ফলের রস এবং কেরোসিনকে তিনি পোকা দমনের ঔষধ হিসাবে ব্যবহার করেন। আর কীটনাশকমুক্ত সবজি হওয়ায় ক্রেতারা তার কাছ থেকে সবজি ক্রয়ে বেশি আগ্রহ দেখাচ্ছেন। স্বপ্না বলেন, যাতায়াত ব্যবস্থা খারাপ তাই কম মূল্যে সবজি বিক্রয় করতে হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে তার মত সবজিচাষিরা আরও বেশি লাভে সবজি বিক্রয় করতে পারতো।
Highlights
লালমনিরহাটে টাখনুর নিচে প্যান্ট ঝুলে থাকায় বর্বরোচিত হামলা, আহত ৭
দেশজুড়ে
বৃহৎ চরাঞ্চলে জাপা সেক্রেটারির একক প্রার্থীতা ঘোষণা
দেশজুড়ে
শেরপুর জেলা আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশ
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস