Connecting You with the Truth

দাকোপে বর্ষাকালীন সবজি চাষে সফল কৃষাণী স্বপ্না

Dacope-khulna pic 03.09.14 দাকোপ, খুলনা:
বর্ষাকালীন সবজি চাষে সফল হয়েছেন দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের হরিণটানা বোর্ডবাড়ী গ্রামের কৃষাণী স্বপ্না রপ্তান। বিধবা স্বপ্না রপ্তান তার দেবর তাপস রপ্তানের মাছের ঘেরের পাড়ে এই সবজি বাগান করেছেন। বৈশাখ মাসে ক্ষেতে যে সবজি বীজ রোপণ করা হয়েছিল তাতে এখন প্রচুর ফলন হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, মাত্র দেড় বিঘা জমির মাছের খামার (ঘেরের পাড়ে) স্বপ্না রপ্তানের সবজি বাগান। বাগানে শশা, ঝিংয়ে, কুশি, বরবটি, করল্লা, চালকুমড়া, ঢেড়স প্রচুর পরিমাণে হয়েছে। বাজারের ব্যবসায়ীরা তার ক্ষেত থেকে এসব সবজি ক্রয় করে বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে। স্বপ্না বলেন, এই বাগান করতে নিজে ও তার দেবর তাপস রপ্তান অর্থ ও শ্রম দিয়ে যথেষ্ট সহযোগিতা করেছে। বীজ, নিজেদের তৈরি সার, নেট জাল ক্রয় করে বাগান করতে তার খরচ হয়েছিল ২০ হাজার টাকা। বর্তমানে দৈনিক তার প্রায় ১ হাজার থেকে ১২শত টাকার সবজি বিক্রয় হচ্ছে। এই পর্যন্ত তিনি ৪৫ হাজার টাকার সবজি বিক্রয় করেছেন। ক্ষেতে গাছে যে ফল ধরেছে তাতে আগামীতে ৫০ থেকে ৬০ হাজার টাকার ফসল বিক্রি করতে পারবেন বলে আশা করেন। তার ফসলের প্রধান বৈশিষ্ট্য হলো কীটনাশকমুক্ত সবজি। তার বাগানে কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয় না। স্বপ্না মণ্ডল জানান, নিম পাতার রস, মেহগনি ফলের রস এবং কেরোসিনকে তিনি পোকা দমনের ঔষধ হিসাবে ব্যবহার করেন। আর কীটনাশকমুক্ত সবজি হওয়ায় ক্রেতারা তার কাছ থেকে সবজি ক্রয়ে বেশি আগ্রহ দেখাচ্ছেন। স্বপ্না বলেন, যাতায়াত ব্যবস্থা খারাপ তাই কম মূল্যে সবজি বিক্রয় করতে হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে তার মত সবজিচাষিরা আরও বেশি লাভে সবজি বিক্রয় করতে পারতো।

Comments
Loading...