Connecting You with the Truth

দাকোপে বাজেট, কর ও সুশাসন বিষয়ক আলোচনা সভা

দাকোপ প্রতিনিধি : 
খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়ন উন্নয়ন কেন্দ্রের আয়োজনে, এ্যাকশান এইড ও এসপিইডি-এর সহযোগীতায় বুধবার সকাল ১০টায় কৈলাশগঞ্জ ইউনিয়ন উন্নয়ন কেন্দ্রের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ে বাজেট, কর ও সুশাসন বিষয়ক এই আলোচনা সভায় সভাপতিত্ব করেণ দাকোপ উন্নয়ন কেন্দ্র ফোরামের সভাপতি চিত্তরঞ্জন রায়। সহায়ক হিসাবে উপস্থিত ছিলেন, এস,পি,ই্,ডি-র কমিউনিকেশন ট্রেনিং অফিসার সোহান হাসান । সভাটি পরিচালনা করেন সংগঠনের নেত্রী রীনা মিস্ত্রী। সভাটিতে গ্রামের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেণ।সভায় অনুরুপ আরও একটি সভা দাকোপ ইউনিয়ন উন্নয়ন কেন্দ্রে একই দিন বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...