Connecting You with the Truth

দাকোপে ৪৫১ কেজি মাছের পোনা অবমুক্ত

দাকোপ প্রতিনিধি:

দাকোপের মৎস্য অধিদপ্তর কর্তৃক সরকারিভাবে উপজেলার ৩৩টি পুকুরে ৪৫১ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ আব্দুস সালামের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার পুকুরে প্রধান অতিথি হিসাবে পোনা অবমুক্ত করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, পানখালী ইউপি চেয়ারম্যান শিকদার সোহরাব হোসেন, কৈলাশগঞ্জ ইউপি চেয়ারম্যান মিহির মণ্ডল, প্রাণি সম্পদ কর্মকর্তা সুশান্ত কুমার হালদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম খান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, সমাজসেবা কর্মকর্তা খান মোতাহার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব রহমান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা চিত্ত রঞ্জন পাল, ক্ষেত্র সহকারী আলহাজ্ব মোল্ল্যা সাইফুল ইসলাম। পরবর্তীতে প্রধান অতিথি ৩৩টি পুকুরে ৪৫১ কেজি মাছের পোনা অবমুক্ত করার জন্য বিতরণ করেন।

Comments
Loading...