দাগনভূঞায় ১০০ বোতল ফেনসিডিলসহ ব্যবসায়ী আটক
ফেনী প্রতিনিধি:
ফেনীর দাগনভূঞায় একশ’ বোতল ফেনসিডিলসহ মাইনউদ্দিন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার দিনগত রাত সাড়ে ৯টার দিকে দাগনভূঞা বাজার জিরো পয়েন্টে সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। আটক মাইনউদ্দিন দাগনভূঞা উপজেলার মধ্যম জগতপুর গ্রামের মুজিবুল হকের ছেলে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটক মাইনউদ্দিনের বিরুদ্ধে দাগনভূঞা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।