Connecting You with the Truth

দাঙ্গা আর গোল বন্যার দুই ম্যাচ

s-6a
স্পোর্টস ডেস্ক:
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় দিয়ে শুরু করেছে পোর্তো এবং রোমা। ৬-০ গোলে বেলারুশের দল বাতেকে হারিয়েছে পোর্তো। আর ৫-১ গোলে রাশিয়ার সিএসকেএ’কে হারিয়েছে রোমা। পোর্তোর ঘরের মাঠে আলজেরিয়ার ২৪ বছর বয়সী মিডফিল্ডার ইয়াসিন ব্রাহিমির হ্যাটট্রিকে বিশাল জয় পায় স্বাগতিকরা। ব্রাহিমি গোল করেন ম্যাচের একেবারে শুরুতেই। মাত্র ৫ মিনিটে পোর্তোকে এগিয়ে দেন ব্রাহিমি। ৩২ মিনিটে নিজের দ্বিতীয় গোলের মাধ্যমে ব্যবধান দ্বিগুন করেন এ ফ্রেঞ্চম্যান। প্যারিসে জন্ম নেওয়া এ তারকার তৃতীয় গোলটি আসে ম্যাচের ৫৭ মিনিটে। এছাড়া গোল করেছেন মার্টিনেজ, আদ্রিয়ান ও আবুবক্কর। ম্যাচের ৩৭ মিনিটে পোর্তোর হয়ে তৃতীয় গোলটি করেন মার্টিনেজ। আর দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে আদ্রিয়ান গোল করেন। এছাড়া ৭৬ মিনিটে পোর্তোর ষষ্ঠ গোলটি আসে আবুবক্করের পা থেকে। এদিকে রোমার ঘরের মাঠে ৪০ হাজারেরও বেশি দর্শকদের উপস্থিতিতে ৫-১ গোলে ইতালির জায়ান্ট রোমা হারিয়েছে রাশিয়ান ক্লাব সিএসকেএ’কে। রোমার হয়ে জোড়া গোল করেন গারভিনহো। ১০ ও ৩১ মিনিটে গোল দুটি করেন তিনি। গারভিনহোর প্রথম গোলের আগেই এগিয়ে গিয়েছিল রোমা। ম্যাচের ৬ মিনিটে ইতুর্বের গোলে প্রথম লিড পায় ইতালির দলটি। আর্জেন্টিনা এবং জাপানের বিপক্ষে ঘোষিত দুঙ্গার ব্রাজিল দল থেকে বাদ পরা মাইকনের ২০ মিনিটের গোলে তিন গোলে এগিয়ে গিয়েছিল রোমা। ম্যাচের ৫০ মিনিটে ইগনাহেসভিচের আÍঘাতী গোলে ৫-০ তে এগিয়ে যায় রোমা। আর ৮২ মিনিটে গোল করে সিএসকেএ’র মুসা ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারেন নি। এ ম্যাচের এক পর্যায়ে সিএসকেএ’র সমর্থক এবং ইতালিয়ান পুলিশদের সঙ্গে দাঙ্গা বেঁধে যায়। কেউ গুরুতর আহত না হলেও চ্যাম্পিয়ন্স লিগের জন্য এটা একটি লজ্জাজনক অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

Comments
Loading...