দানব বাংলাদেশে না আসার কারণ!
স্পোর্টস ডেস্ক:
পাকিস্তান ক্রিকেট দল কিছুদিন হল এক দানব নিয়ে মাঠে নামছে। বুঝে গেছেন নিশ্চয়ই কার কথা বলছি। সাত ফুট লম্বা মোহাম্মদ ইরফান। কিন্তু ইনজুরির কারণে খেলতে পারেন নি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, এখন তাকে আরও ছয় সপ্তাহ বিশ্রামে থাকতে বলা হয়েছে। অতএব বাংলাদেশের বিপক্ষে খেলার আর কোন সম্ভবনাই রইল না তার। পাকিস্তানের প্রধান নির্বাচক হারুন রশিদ বলেছেন ‘আমরা ইরফানের দিকে নজর রাখছি কিন্তু তার আরও ৬ সপ্তাহের বিশ্রাম প্রয়োজন । ‘শুধু ইনজুরি থেকে ফিরলেই হবেনা, ইরফান সেরে উঠার পর নির্বাচকরা প্রথমে তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে এরপর সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই টেস্ট ব্যাটসম্যান।