Connecting You with the Truth

দামী উপহার পেলেন মোহিত

b-3
বিনোদন ডেস্ক:
ছবির কাজ প্রশংসনীয় হলে একতা কাপুরের দামী উপহার দেবার রীতি সবারই জানা। ‘ওয়ানস আপুন এ টাইম ইন মুম্বাই’ ছবির শুটিং চলাকালীন অবস্থায় অজয় দেবগনকে একটি ‘নাইনটিন সিক্সটি সেভেন ভিনটেজ’ গাড়ি উপহার দিয়েছিলেন। এছাড়াও ‘ডার্টি পিকচার’ ছবির ডায়ালগের জন্য রজত আরোরাকে ১৫ লাখ টাকার চেক দিয়েছিলেন। এবার তার কাছ থেকে এমন দামী উপহার পেলেন পরিচালক মোহিত সুরি। চলতি বছরের ২৭ জুন মুক্তি পেয়েছে মোহিত সুরি পরিচালিত ও একতা কাপুর ‘এক ভিলেন’ ছবিটি। ছবি মুক্তির আগে একতা মোহিতকে বলেছিলেন ছবিটি যদি বক্স অফিসে ১০০ কোটির ঘর ছুয়ে দেয় তিনি তাকে একটি গাড়ি উপহার দেবেন। সেই প্রতিশ্র“তি অনুযায়ী প্রযোজক একতা মোহিতকে একটি ‘রেঞ্জ রোভার’ গাড়ি উপহার দিলেন।

Comments
Loading...