Connecting You with the Truth

দায়িত্ব নিলেন বাংলাদেশ বিমানের নতুন এমডি

biman bd airস্টাফ রিপোর্টার:
বিমানের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন ব্রিটিশ এয়ারওয়েজের সাবেক কর্মকর্তা কাইল হেইউড। গত বছরের ১১ সেপ্টেম্বর বিমান পরিচালনা পর্ষদ ব্রিটিশ নাগরিক কাইলকে ব্যবস্থাপনা পরিচালক নিযুক্তের পর সোমবার তিনি এ দায়িত্ব বুঝে নেন বলে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়। এতে বলা হয়, ব্রিটিশ এয়ারওয়েজ ছাড়াও ইতিহাদ, গালফ এয়ার, এয়ার এ্যারাবিয়া, নাস এয়ারসহ বেশ কয়েকটি এয়ারলাইন্সে কাজ করার অভিজ্ঞতা রয়েছে কাইলের। তিনি এর আগে আফ্রিকার এয়ার উগান্ডায় প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিমানের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জামাল উদ্দিন আহমেদ বলেন, “এ প্রতিষ্ঠানকে নেতৃত্ব দেয়ার জন্য কাইলের অসাধারণ একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমি আশাবাদী, গত ছয় বছর ধরে যে লক্ষ্যে আমরা কাজ করছি, কাইল সেটিকেই ধরে রেখে প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নেবে।” দায়িত্ব নেয়ার সময় ‘লোকসানি প্রতিষ্ঠান’ বিমানকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিষ্ঠানের নতুন ব্যবস্থাপনা পরিচালক।

Comments
Loading...