দিঘলিয়ায় ছাত্রলীগের মিছিল ও নির্বাচনী আলোচনা সভা
দিঘলিয়া প্রতিনিধি:
গতকাল বিকাল ৪টায় বারাকপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দিঘলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান পদে উপ-নির্বাচনে বেগম সামছুন্নাহারের কলস মার্কার পক্ষে নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আহ্বায়ক সাইদুল চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শেখ মাছুম রানার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান, প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ফোরকান আহমেদ রনি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ। স্বাগত বক্তব্য রাখেন প্রার্থী সামছুন্নারের পুত্র সামছুদ্দোহা সুমন, বক্তব্য রাখেন ছাত্রনেতা নাসির উদ্দিন, জামিল মোরশেদ, গাজী আ: রব, আসাদ গাজী, সুজন মাহমুদ, সোভন জমাদ্দার, ফয়সাল, রনি প্রমুখ। সভা শেষে একটি মিছিল এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয় ।