দিঘলিয়ায় মহিলা ভাইস-চেয়ারম্যান পদে শামসুন নাহারের জয়লাভ
দিঘলিয়া প্রতিনিধি:
২২ সেপ্টেম্বর দিঘলিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন উনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে আ’লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী শামসুন নাহার বিপুল ভোটে জয়লাভ করেছেন।
শামসুন নাহারের প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপিসহ ২০ দলীয় জোটের সমর্থিত প্রার্থী শিখা বেগম। উপজেলার ছয়টি ইউনিয়নের মোট ৯৮ হাজার ৬’শ ৬০টি ভোটের মধ্যে কলস প্রতিক ৩৮ হাজার, সাত’শ ৯১টি ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাঁস প্রতিক পেয়েছেন চার হাজার, ৯০টি ভোট। গতকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়, আবহাওয়া খারাপ থাকা সত্ত্বেও ভোটাররা ঝড়-বৃষ্টি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হন। ভোটগ্রহণ চলাকালীন বিভিন্ন ভোট কেন্দ্র প্রদক্ষিণ করে স্ব-স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিটি কেন্দ্রে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণ চলছে। এদিকে সন্ধ্যায় বেসরকারি ফলাফলে কলস প্রতিকের জয় সুনিশ্চিত হলে শামসুন নাহার তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন, দিঘলিয়ার জনগণ ভোটের মাধ্যমে তাকে যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন তা পালন করতে সর্বদা কাজ করে যাবেন। তাকে উক্ত উপ-নির্বাচনে আ’লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী করায় তিনি খুলনা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ জননেতা এস এম মোস্তফা রশিদী সুজা এমপিকে ধন্যবাদ জ্ঞাপন করেন, তাকে নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য উপজেলাবাসীদেরকেও ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, দিঘলিয়ার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এমপি সুজার মুখ উজ্জ্বল করতে ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবেন। গত ২২ তারিখ রাত সাড়ে আটটার সময় সহকারী রিটার্নিং অফিসার কামরুল হাসান ফলাফল ঘোষণা কালে বলেন, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠ হয়েছে। ভোটাররা ঝড়-বৃষ্টি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে ভোট দান করেছেন। শতকরা ৪৩.৮৫ ভাগ ভোট জমা পড়েছে। এদিকে দিঘলিয়ার জনগণ তাদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করতে পেরে আনন্দ প্রকাশ করে বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করে। উল্লেখ্য, গত ২৩ মে উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান কহিনুর বেগম দৌলতপুর থানাধীন কুলিবাগান নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে খুলনা সার্জিক্যাল ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ২৫ মে মৃত্যুবরণ করলে উক্ত পদটি শূন্য হয়।