Connecting You with the Truth

দিনাজপুরে অনলাইন স্কুল চালু

trV9wNrHtzoYdinajpur]

দিনাজপুরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে অনলাইন স্কুলের কার্যক্রম। বাংকালি বাজারের রামডুবি নামক স্থানে বুধবার বিকেলে এ অনলাইন স্কুল উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ্যডভোকেট মোস্তাফিজুর রহমান। অনলাইন স্কুলে শিক্ষকগণ দূরবর্তী স্থান থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এবং মূল ক্লাসে অবস্থানকারী মডারেটরদের সহায়তায় শিক্ষা প্রদান করেন।

গ্রামীণফোন এবং জাগো ফাউন্ডেশন সারা দেশে ১০টি অনলাইন স্কুল পরিচালনা করছে। এর মধ্যে এটি একটি অনলাইন স্কুল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অফ এক্রাটানাল কমিউনিকেশন তালাত কামাল ও পার্থ প্রতিম ভট্টাচার্য, বগুড়া অঞ্চল প্রধান এবং জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করবী রাকশান্দসহ অন্যরা।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...