দিনাজপুরে আমন চাল সংগ্রহ, ২০১৪-১৫ মৌসুমে প্রথম ধাপে রপ্তনী শুরু
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর জেলায় আমন সংগ্রহ ২০১৪-১৫ মৌসুমে সিদ্ধ চাল সংগ্রহ অভিযান চলছে। সরকার বাংলাদেশ হতে শ্রীলংকায় চাল রপ্তানীর উদ্দেশ্যে রংপুর জেলার বিভাগীয় খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দেন। সে নির্দেশ অনুযায়ী দিনাজপুর জেলার খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের দিনাজপুর সদর সহ ১৩ টি উপজেলার সিএসডি, এলএসডি’র কর্মকর্তাদের অতিসত্তর চাল ক্রয় করে প্রতিবেদন দাখিল করতে বলেন।
দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের চাল ক্রয় অভিযান প্রচন্ড ঘন কুয়াশা ও শীতে সকল গোডাউন পরিদর্শন করে যাচ্ছেন। জেলায় ঘন কুয়াশা ও শীতের সাথে পাল্লা দিয়ে জেলা ও উপজেলাগুলোতে শ্রীলংকার উদ্দেশ্যে রপ্তানীর লক্ষ্যে চলছে চাল ক্রয়ের মহাউৎসব। তবে সরেজমিনে দেখা যায় যে, সকাল থেকে সারাদিন ক্রয় অভিযান দিব্বী চলছে। যদিও বর্তমানে দেশে রাজনৈতিক অবস্থা হরতাল, অবরোধ তবুও থেমে নেই কার্যক্রম। জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদের জানান। বীরগঞ্জ এলএসডিতে দিনাজপুর ১ আসনের মাননীয় সংসদ সদস্য শ্রী মনোরঞ্জন শীল গোপাল ক্রয় অভিযানের শুভ উদ্বোধন করেন। সরকারের এ চাল ক্রয় অভিযান গত ১৮ নভেম্বর ২০১৪ ইং তারিখ শুরু হয়েছে ও শেষ হবে ২৮ ফেব্র“য়ারী ২০১৫। দিনাজপুর থেকে আমন এ পর্যন্ত ১৪-১৫ ইং শ্রীলংকায় রপ্তনীর উদ্দেশ্যে ৮৩৩০ মেঃ টন আমল চাল প্রথম ধাপে চট্টগ্রামে পাঠিয়েছে। অনুরূপভাবে চাল সংগ্রহ হয়েছে বলে জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান। দিনাজপুর সদরে সিএসডি, পুলহাট এলএসডি সহ ১৩টি উপজেলায় লক্ষ্যমাত্রা সর্বমোট ৩৬২২৮.০০০ মেঃ টন চাল ক্রয় পুঞ্জিভুত। সংগ্রহ ২৪৯৭.৭০০ মেঃ টন এবং অবশিষ্ট সংগ্রহীত পরিমাণ ১১২৫৬.৩০০ মেঃ টন। অপরদিকে সহকারী খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন জানান, এবার দিনাজপুরের মিলাররা উন্নত মানের চাল দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন। এ চাল ক্রয় প্রক্রিয়া অব্যাহত রয়েছে।