দিনাজপুর
দিনাজপুরে চ্যানেল আই’র শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে-এসপি রুহুল আমিন “মানবতার সেবায় এগিয়ে আছে চ্যানেল আই”
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. রুহুল আমিন বলেছেন, আমাদের সামান্য সহযোগিতায় একজন শীতার্ত মানুষ পেতে পারে উঞ্চতার ছোঁয়া। লাঘব হতে পারে অনেকের কষ্ট। তাই অসহায়,দুঃস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে চ্যানেল আই প্রমান করে দিয়েছে মানবতার সেবায় তারা এগিয়ে আছে।তারই প্রমান আজকের এই প্রয়াস। শুধু কৃষক ও মাটি’র জন্য নয়,চ্যানেল আই দুঃসময়ে দুঃস্থ-দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়ে প্রমান করে দিয়েছে তারা সর্ব শীর্ষে রয়েছেন। চ্যানেল আই প্রমান করে দিয়েছে মাটি,মানুষ ও দেশের কাজ করে। হৃদয়ের কথা বলে। প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে চ্যানেল আই। চ্যানেল আই’র মতো এভাবে প্রতিটি প্রতিষ্ঠান ও বিত্তবান ব্যক্তিরা শীতার্ত ও দরিদ্র মানুষের পাশে এগিয়ে আসুক-এটাই আমাদের প্রত্যাশা। তাহলে দারিদ্র মুক্ত হবে এ দেশ।
আজ বৃহস্পতিবার সকালে ট্রাই ফাউন্ডেশনের সহায়তায় আমার চ্যানেল আই দর্শক ফোরাম দিনাজপুরের উদ্যোগে দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেছেন।
দিনাজপুর শিক্ষা অধিদপ্তর সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের সভাপতি জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সিদ্দিক গজনবী’র সভাপতিত্বে এ শীতবস্ত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এম.এ জববার,আমার চ্যানেল আই দর্শক ফোরাম-দিনাজপুরের সহ-সভাপতি খালেকুজ্জামান রাজু, সহ-সভাপতি আবুল কালাম বাবুল,সহ-সভাপতি লেখিকা ও কলামিষ্ট জিনাত রহমান, সাধারণ সম্পাদক ও চ্যানেল আই’র স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী, যুগ্ম-সম্পাদক মিনারুল ইসলাম মিনার, ফোরামের উপদেষ্টা দিনাজপুর জেলা দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জহির শাহ,রোটারিয়ার রনজিত কুমার সিংহ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা কামাল মুক্তিবাবু,জিটিভি’র সাংবাদিক তরুজা শারমিন তনু,চ্যানেল আই’র স্টাফ ক্যামরা পার্সন আরমান হোসেন বরকত, ফোরামের সদস্য ইউসুফ আলী,আবু সাঈদ,আবুহানিফ,জাহিদ, শাহীনসহ ফোরামের অন্যান্যনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শীতার্তদের মাঝে আ্ড়াই’শ পিস কম্বল বিতরণ করা হয়।
Highlights
দিনাজপুরে মা-ছেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি, সিআইডির ৩ সদস্য আটক
Highlights
দিনাজপুরে বজ্রপাতের ঘটনায় মোট ৭ জনের মৃত্যু
Highlights
নবাবগঞ্জে করোনা রোগীদের বাড়িতে পুষ্টিকর খাবার দিলেন ইউএনও নাজমুন নাহার
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস