Connecting You with the Truth

দিনাজপুর নবাবগঞ্জে কালবৈশাখী ঝড়ে ঐতিহ্যবাহী শালবনে ব্যাপক ক্ষয়ক্ষতি

download (52)

শাহ্ আলম মন্ডল, নিজস্ব প্রতিনিধিঃ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত বাংলাদেশ সরকার ঘোষিত জাতীয় উদ্যানের কয়েকশত বছরের পুরোনো ঐতিহ্যবাহী শালবন এবারের কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। ২৩ মে রাতে ২ দফা, এর পরের কয়েকদফা ঝড়ো বাতাস ও শিলাবৃষ্টিতে নবাবগঞ্জের এ শালবনে ২ হাজারের অধিক শালগাছ সহ অন্যান্য প্রজাতির গাছ উপড়ে পড়েছে। প্রায় ১৩ শত একরের এ শালবনের সীতাকোট বিহার ও আশুরার বিল সংলগ্ন বনের ভিতরে কিছু এলাকায় গিয়ে দেখা যায়, বনের মধ্যে বিক্ষিপ্ত অবস্থায় ঝড়ে উপড়ানো গাছগুলি পড়ে রয়েছে। বনকর্মীরা উপড়ানো গাছগুলি উদ্ধারের জন্য আপ্রাণ চোষ্টা চালিয়ে যাচ্ছেন। শালবন সংলগ্ন গ্রামবাসীরা জানান, গত কয়েক যুগের মধ্যে এবারের কয়েকদফা কালবৈশাখী ঝড়ে শালবনের গাছ ও বন্য পশু-পাখির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে উপড়ানো গাছের বিষয়ে জানতে চাইলে বন বিভাগের নবাবগঞ্জ বিট কর্মকতা খন্দকার মাহাবুবুর রহমান জানান, পার্শ্ববর্তী বিরামপুর উপজেলা সদরে অবস্থিত বন বিভাগের চরকাই রেঞ্জ অফিসের নির্দেশ মোতাবেক ক্ষতিগ্রস্থ গাছগুলি কেটে গোলাইগুলি নবাবগঞ্জ বিট অফিসে রাখা হবে এবং ডালপালা চরকাই রেঞ্জ অফিসে পাঠানো হবে।

এ বিষয়ে চরকাই রেঞ্জ এর কর্মকতা একরামুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বজ্রশক্তিকে জানান, নবাবগঞ্জ বিট অফিসে পর্যাপ্ত জায়গা না থাকায় ঝড়ে উপড়ানো গাছের গোলাইগুলি রেখে ডালপালাগুলি রেঞ্জ অফিসে পাঠাতে বলা হয়েছে। পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী গাছের গোলাই ও ডালপালা নিলাম ডাকের মাধ্যমে বিক্রয় করা হবে বলে জানান এ রেঞ্জ কর্মকর্তা।

Comments
Loading...