দীপিকার পাশে দাড়ালেন আমির খান
বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেতা আমির খান বরাবরই নারীদের সন্মান করেন। এবার তিনি পাশে দাড়ালেন অভিনেত্রী দীপিকা পাড়–কোনের। সম্প্রতি দীপিকার ‘ক্লিভেজ শো’-এর বিরুদ্ধে প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন এই অভিনেতা। সম্প্রতি ভারতের প্রথম সারির একটি পত্রিকায় প্রকাশিত বলিউড নায়িকাদের ‘ক্লিভেজ শো’ শীর্ষক একটি প্রতিবেদনে ক্ষুদ্ধ হয়েছিলেন দীপিকা। বেশ কিছু কথা লিখে স্ট্যাটাস দিয়ে প্রতিবাদও করেন। অভিনেত্রীর এমন সাহসীকতার প্রশংসা জানিয়েছেন ৪৯ বছর বয়সী আমির। আমির বলেছেন, ‘হিন্দি চলচ্চিত্রে নারীদের আইটেম হিসেবে উপস্থাপন করা হয়। এই দিকটা পরিবর্তন করা উচিৎ। এটা একজন নির্মাতার দায়িত্ব কর্তব্যহীনতার পরিচয় দেয়।’ এমনকি এজন্য তিনি নিজেকেও দায়ী বলে দাবি করেন। আমিরের নতুন ছবি ‘পিকে’ মুক্তি পাবে ১৯ ডিসেম্বর। আর খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে তার টিভি শো ‘সত্যমেভ জয়তে’র তৃতীয় কিস্তি।