Connecting You with the Truth

দীপিকার ভার্জিন উইডো কুমারী বিধবা

b-5
বিনোদন ডেস্ক:
মুক্তির অপেক্ষায় থাকা ‘ফাইন্ডিং ফ্যানি’ সিনেমার একটি ডায়ালগ নিয়ে ভারতীয় সেন্সর বোর্ডের তোপের মুখে পড়ে সিনেমাটি। হামি আদাজানিয়ার পরিচালিত এ সিনেমাতে ‘কুমারীত্ব’ শব্দটি দীপিকা ব্যবহার করেন তার স্বামী মারা যাওয়ার পর। সিনেমাতে বিয়ের মাত্র পাঁচ মিনিট পর তার স্বামী মারা যাওয়ায় দীপিকা অর্জুন কাপুরকে উদ্দেশ্য করে বলেন, তিনি হচ্ছেন ভার্জিন উইডো বা কুমারী বিধবা। তবে প্রথম দিকে ভার্জিন বা কুমারী শব্দটিকে অশ্লীল বলে মনে করেছিল সেন্সর বোর্ড। তাই ‘ইউ/এ’ সার্টিফিকেট পেতে হলে সিনেমাটি থেকে এ সংলাপটি কেটে ফেলতে হবে বলে পরিচালককে সাফ জানিয়ে দেয়া হয়। কিন্তু সিনেমার পরিচালক এবং অন্যান্য অভিনয়শিল্পীরা জানান, আগেও বেশ কয়েকটি সিনেমাতে এ ধরনের শব্দ বহুবার ব্যবহার করা হয়েছে। তাদের ক্ষেত্রেও ইউ/এ সার্টিফিকেট মিলেছে। তবে এ সিনেমার ক্ষেত্রে সেন্সর বোর্ডের ভিন্ন মত কেন? এর পরেই নড়েচড়ে বসেন বোর্ডের কর্মকর্তারা। সিবিএফসির চেয়ারম্যান লীলা সামসন স্বীকার করে নিয়েছেন, বিষয়টি নিয়ে তারাই ভুল সিদ্ধান্ত নিয়েছিল। তাই এ দৃশ্যে আর কাঁচি চালানোর প্রয়োজন নেই। অভিনেত্রী দীপিকা পাডুকোনের মুখে উচ্চারিত বহুল আলোচিত ‘কুমারীত্ব’ শব্দটি নিয়েই ‘ফাইন্ডিং ফ্যানি’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এ সিনেমাতে দীপিকার মুখে আপত্তিকর এ শব্দ সংশ্লিষ্ট সংলাপের দৃশ্যটি বাদ দিতে চেয়েছিলেন ভারতীয় সেন্সর বোর্ডের সদস্যরা। তাতে বেশ ক্ষুব্ধ হয়েছিলেন দীপিকাসহ সিনেমার কলাকুশলীরা। অবশেষে এ শব্দটি রেখেই সিনেমাটি ইউ/এ (অপ্রাপ্ত বয়স্কদের জন্যও গ্রহণযোগ্য সিনেমাটি ) সার্টিফিকেট পেয়েছে। এ প্রসঙ্গে দীপিকা পাডুকোন বলেন, ‘সেন্সর বোর্ড নিজেদের ভুল বুঝতে পেরে সিনেমাটিকে ইউ/এ সার্টিফিকেট প্রদান করেছে বলে আমি আনন্দিত। সিনেমাটি সম্পূর্ণ কমেডি ধাঁচের। আশা করি, সবার ভালো লাগবে।’ সূত্রটি আরো জানিয়েছে, বর্তমানে দীপিকা পাডুকোন ‘ফাইন্ডিং ফ্যানি’ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন। সিনেমাটি ১২ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে।

Comments
Loading...