Connecting You with the Truth

দীর্ঘ আট বছর পর মা-মেয়ে একসাথে

b-7a
বিনোদন ডেস্ক:
২০০৬ সালে বাঁধনের প্রথম একক অ্যালবাম ‘প্রতিচ্ছবি’র চারটি গান দ্বৈত কণ্ঠ দিয়েছিলেন মা-মেয়ে। এবার দীর্ঘ আট বছর পর অবারো মেয়ে বাঁধনের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিতে যাচ্ছেন নন্দিত গায়িকা সাবিনা ইয়াসমিন। মেয়ের চতুর্থ একক অ্যালবামের জন্য দুটি গান গাইবেন সাবিনা। অচিরেই গানগুলোর রেকর্ডিং সম্পন্ন করা হবে। এ প্রসঙ্গে বাংলা গানের উজ্জ্বল নক্ষত্র সাবিনা ইয়াসমিন বলেন, ‘বাঁধনের অ্যালবামে একাধিক দ্বৈত গানে কণ্ঠ দেব। সম্প্রতি সে (বাঁধন) অ্যালবামের কাজ শুরু করেছে। বেশ কয়েকটি গানের রেকর্ডিংও শেষ করেছে সে। এদিকে কনসার্ট করতে আগামীকাল আমি যুক্তরাষ্ট্রে যাচ্ছি। ফিরবো মাসখানেক পর। তবে দেশে ফিরেই বাঁধনের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দেব।’ এদিকে, ২০১১ সালে প্রকাশ হয় বাঁধনের সর্বশেষ একক অ্যালবাম ‘রাগ-অনুরাগ’। প্রকাশিত অ্যালবামটি তার তৃতীয় একক। নতুন অ্যালবাম তৈরি হচ্ছে বিভিন্ন গীতিকারের লেখা গান দিয়ে। এতে থাকবে ৯টি গান। এবারের অ্যালবামের সুর-সঙ্গীত করছেন রাজেশ ঘোষ ও মহিদুল হাসান মন। ইতোমধ্যেই অ্যালবামের তিনটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। এর মধ্যে ‘দখিনা হওয়া কানে কানে বলে গেল’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। এর ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। কিছু দিনের মধ্যেই মিউজিক ভিডিওটি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার করা হবে।



Leave A Reply

Your email address will not be published.