Connecting You with the Truth

দীর্ঘ ২৪ বছর পর ইংল্যান্ডের মাটিতে সিরিজ জিতে নিল ভারত

s-7
স্পোর্টস ডেস্ক:
দীর্ঘ ২৪ বছর পর স্বাগতিক ইংল্যান্ডের মাটিতে সিরিজ জিতল সফরকারী ভারত। অজিঙ্কা রাহানের প্রথম শতকে চতুর্থ ওয়ানডেতে ৯ উইকেটে ইংল্যান্ডকে হারিয়েছে ধোনিবাহিনী। টসে হেরে আগে ব্যাট করা ইংলিশরা মাত্র ২০৬ রানেই গুটিয়ে যায়। ভারতীয় বোলারদের তান্ডবে দলীয় ২৩ রানেই স্বাগতিকরা তিন উইকেট হারিয়ে ফেলে। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান আসে মঈন আলীর ব্যাট থেকে। এছাড়া জো রুট করেন ৪৪ রান এবং ইয়ন মর্গান করেন ৩২ রান। ভারতের হয়ে ২৮ রান খরচায় তিন উইকেট তুলে নেন মোহাম্মদ সামি। ২০৭ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ভারতের দুই ওপেনার অজিঙ্কা রাহানে এবং শিখর ধাওয়ান তুলে নেন ১৮৩ রান। ১০টি চার আর ৪টি ছয়ে ১০০ বলে ১০৬ রান করে আউট হন রাহানে। রাহানে ক্যারিয়ারের প্রথম শতক করে বিদায় নিলেও আরেক ওপেনার ধাওয়ান অপরাজিত থাকেন ৯৭ রানে। ৮১ বলে ১১টি চার আর ৪টি ছক্কা হাঁকান ধাওয়ান। দুই ওপেনারের দৃঢ়তায় ১১৭ বল আর ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। এ জয়ের ফলে চার ম্যাচ শেষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০ তে সিরিজ জিতে নিল ভারত। প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।


Comments
Loading...