Connecting You with the Truth

দুই পক্ষের সিদ্ধান্তেই বরখাস্ত হলেন পর্তুগালের প্রধান কোচ

s-2
স্পোর্টস ডেস্ক:
বরখাস্ত হলেন পর্তুগালের প্রধান কোচ পাওলো বেন্তো। বিশ্বকাপে বাজে পারফরমেন্স এবং ইউরো ২০১৬ কোয়ালিয়াইংয়ে আলবেনিয়ার কাছে ১-০ পরাজয়ের পর দুই পক্ষের সিদ্ধান্তেই তাকে বরখাস্ত করা হয়। ৪৫ বছরের বেন্তোও এ ব্যাপারটি স্বাভাবিক ভাবে মেনে নিয়েছেন। এদিকে আগামী কয়েকদিনের মধ্যে পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ) তার পরিবর্তে নতুন কারো নাম ঘোষণা করবে। এফপিএফ এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বেন্তো পর্তুগালের জন্য যা করেছে আমরা তাতে কৃতজ্ঞ। বিশেষ করে তিনি ইউরো ২০১২ সেমিফাইনাল ও বিশ্বকাপ ২০১৪ মূল পর্বে উঠানোয় দলের হয়ে দারুণ ভূমিকা রেখেছিল। আমরা বেন্তোকে এর জন্য ধন্যবাদ জানাই।’ বেন্তো পর্তুগালের হয়ে ৩৫ টি ম্যাচ খেলেছিলেন। আর ২০১০ সালে কার্লোস কুইরোজের পরিবর্তে দলের প্রধান কোচ হন। তার নেতৃত্বে পর্তুগাল পোল্যান্ড ও ইউক্রেনে অনুষ্ঠিত ইউরো আসরের সেমিফাইনালে গিয়েছিল। যেখানে স্পেনের কাছে তারা পেনাল্টিতে হারে। আর ব্রাজিল বিশ্বকাপে জার্মানির কাছে ৪-০ গোলে হারার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ড্র করে।


Comments
Loading...