দু’পক্ষের সংঘর্ষে পুলিশ সদস্যসহ আহত ৫০
হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। এতে তাৎক্ষনিকভাবে গুরুতর আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এছাড়া আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। গত কাল সকালে বানিয়াচং উপজেলার মক্রমপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মক্রমপুর গ্রামের আলীর সঙ্গে একই গ্রামের সিরাজ উদ্দিনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের হিসেবে সকালে দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুলিশ কনস্টেবল ভজন দাস টেটাবিদ্ধ হন। এই সংঘর্ষে আরও অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার সাজ্জাদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।