Connecting You with the Truth

দুর্গাপূজার প্রস্তুতি শেষের দিকে থাকছে ব্যাপক নিরাপত্তা

SAMSUNG CAMERA PICTURESরাণীশংকৈল, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আসন্ন দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে প্রতিমা কারিগররা ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। রাণীশংকৈল উপজেলার ৫০টি পূজা মণ্ডপের আয়োজন করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক-সম্প্রীতি ও ঐক্যের বিস্তার ঘটায় পূজা মণ্ডপের সংখ্যা আগের তুলনায় বেড়েছে। আইন-শৃঙ্খলার কোন অবনতি যেন না ঘটে সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা হাতে নেয়া হয়েছে। রাণীশংকৈল পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সাধন বসাক জানান, উপজেলায় ৫০টি পূজা মণ্ডপ অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ পূজা মণ্ডপের খবর তাদের কাছে আসেনি। থানা অফিসার ইনচার্জ সুকুমার মহন্ত জানান, প্রতিমা তৈরি, পূজা উদ্যাপন এবং প্রতিমা বিসর্জনসহ দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্কতা অবলম্বন ও সজাগ থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা উদ্যাপনে আগের ন্যায় আইন-শৃঙ্খলার সার্বিক সহযোগিতা পাবে। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা ভাবগম্ভীর বজায় রেখে শান্তিপূর্ণভাবে উদ্যাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন। আগামী ৩০ সেপ্টেম্বর সারাদেশে ২৮ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে আশা করা যাচ্ছে।

Comments
Loading...