Connecting You with the Truth

দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেলেন ইমন ও অমৃতা!

b-5
বিনোদন ডেস্ক:
সিনেমার শুটিং করতে গেলে তো কত রকমেরই দুর্ঘটনার সম্মুখীন হতে কলাকুশলীদের। তবে অসম প্রেমের তারকাদের জন্য ঐদিনটি ভয়াবহ ছিল বটে। শুটিং শুরু করার আগেও বুঝে উঠতে পারেননিএমন একটি দুর্ঘটনার সম্মুখীন হতে হবে তাদের। তবে দুর্ঘটনাটি ঘটার পরেও যেন তার প্রভাব থেকে বেরিয়ে আসতে পারছেন না ইমন ও অমৃতা এবং সিনেমার পরিচালক রাজু আহমেদ। তবে কী ঘটেছিল সেদিন? তবে শুনুন, কক্সবাজার সমুদ্রসৈকতে চলছে ‘অসম প্রেম’ সিনেমার শুটিং। শুক্রবার সন্ধ্যায় একটি গানের শুটিংয়ে অংশ নিয়েছিলেন ইমন ও অমৃতা। শুটিংয়ের এক পর্যায়ে পানি থেকে একটি দৃশ্য ধারণের সিদ্ধান্ত নেন পরিচালক রাজু আহমেদ। এই দৃশ্য ধারণ করতে গিয়েই বাধে বিপত্তি! হঠাৎ জোয়ার ভাসিয়ে নিয়ে যায় রাজু আহমেদকে। একটুর জন্য ইমন আর অমৃতা রক্ষা পেলেও অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয় পরিচালককে। এখনো তিনি অসুস্থ বলে জানান সিনেমার সহকারী পরিচালক রাজীব। তিনি বলেন, ‘আমরা সবাই ভয় পেয়েছিলাম। মুহূর্তের মধ্যেই অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত। এখন সিদ্ধান্ত নিয়েছি, আর পানি থেকে কোনো দৃশ্য ধারণ করব না। আশা করি, নতুন কোনো বিপত্তি ছাড়াই আমরা ঢাকায় ফিরতে পারব।’


Comments
Loading...