Connecting You with the Truth

দুর্নীতি নিয়ে ‘আমার কী’ বা ‘আমার কিছু যায় আসে না’ মনোভাব আমাদের ধ্বংস করেছে- নরেন্দ্র মোদি

imagesভারতের হরিয়ানা রাজ্য দুর্নীতিমুক্ত ও উন্নয়ন করাই ছিল তার নির্বাচনী প্রতিশ্রুতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষায়, এটা হবে হরিয়ানাবাসীর ‘ভালোবাসার প্রতিদান’র সুদসমেত ফেরত।

মঙ্গলবার একটি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে তিনি কংগ্রেস শাসিত এ রাজ্যে সফর করেন। 

নরেন্দ্র মোদী বলেন, আমি নিশ্চিত করছি যে, আপনাদের ভালোবাসার প্রতিদান আমি সুদসমেত ফেরত দেব। বিনিময়ে আমি আপনাদের উপহার দেব উন্নয়ন। 

এছাড়াও দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও নিশ্চিত করেন ভারতের নব নির্বাচিত এ প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দুর্নীতি নিয়ে ‘আমার কী’ বা ‘আমার কিছু যায় আসে না’ মনোভাব আমাদের ধ্বংস করেছে। আমাদের একটি দুর্নীতিমুক্ত ভারত চাই। 

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর হরিয়ানা রাজ্যে এটা ছিল মোদীর প্রথম সফর। 

Comments
Loading...