স্টাফ রিপোর্টার:
নিমিষেই যে কোন দুস্কৃতিকারী বা অপরাধীর পরিচয় জানতে বা চিহ্নিত করতে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় তথ্যভাণ্ডার ব্যবহার করবে বাংলাদেশ পুলিশ। এ নিয়ে ইসি ও পুলিশের মধ্যে একটি চুক্তি সম্পাদনের প্রক্রিয়া চলছে। ইসি সূত্র জানিয়েছে, বর্তমানে যে কোন দুস্কৃতকারী, অপরাধী বা যে কোন প্রয়োজনে পুলিশকে সংশ্লিষ্ট নাগরিকের পরিচয় তদন্ত করতে হয়। সে কাজকে ত্বরান্বিত করতে এবং তদন্ত কার্যক্রমে আরো গতি আনতে ইসির তথ্যভাণ্ডারটি ব্যবহার করতে চায় পুলিশ। এজন্য একটি চুক্তি সম্পন্ন করার প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সে প্রক্রিয়ার অংশ হিসেবে পুলিশ ইসির ডাটাবেইজের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য এককালীন ৫ লাখ টাকা এবং ১২ লাখ টাকা বার্ষিক চার্জ দেবে। ইসির উপ-সচিব পর্যায়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, পুলিশের ¯েপশাল ব্রাঞ্চ (এসবি) মূলত যে কোন তদন্তের জন্য এ তথ্যভাণ্ডার ব্যবহার করবে। এতে বিমানবন্দরের ইমিগ্রেশন, অপরাধীর পরিচয় খুঁজতে, সরকারি বিভিন্ন কাজে তদন্তের কাজে সহজেই এ তথ্যভাণ্ডারটি সহায়তা করবে। বর্তমানে ইসির তথ্য ভাণ্ডারে ৯ কোটি ১৯ লাখ নাগরিকের তথ্য রয়েছে। আরো ৪৬ লাখ নাগরিকের তথ্য যোগ করার প্রক্রিয়া চলছে। প্রয়োজনে পুলিশ এদের সবার তথ্যই নিতে পারবে। সম্প্রতি চুক্তি সম্পাদনের বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে পুলিশের হেড কোয়ার্টার থেকে ইসি সচিব সিরাজুল ইসলামকে একটি চিঠিও দেওয়া হয়েছে। পুলিশের ¯েপশাল ব্রাঞ্চের অতিরিক্ত এআইজি’র পক্ষ থেকে বিশেষ পুলিশ সুপার এজেডএম নাফিউল ইসলাম চিঠিটি পাঠিয়েছেন। তিনি ওই চিঠিতে বলেছেন, ইসির সঙ্গে চুক্তিটি সম্পাদন না হওয়ায় পরবর্তী পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। তাই পুলিশের ¯েপশাল ব্রাঞ্চের সঙ্গে জাতীয় তথ্যভাণ্ডারের সংযোগ দ্রুত স্থাপনেরও অনুরোধও জানিয়েছেন তিনি। নির্বাচন কমিশনের তথ্যভাণ্ডারটি বর্তমানে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড ব্যাবহার করছে। নির্দিষ্ট ফি প্রদান সাপেক্ষে তারা একজন নাগরিকের কমপক্ষে পাঁচ ধরনের তথ্য নিচ্ছে ইসির কাছ থেকে। তবে পুলিশকে কয় ধরনের তথ্য দেওয়া হবে তা চূড়ান্ত হবে চুক্তিটি সম্পাদন হলেই। ইসির জাতীয় পরিচয়পত্র অণুবিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, চুক্তি প্রক্রিয়াধীন আছে বলে কী তথ্য দেওয়া হবে, তা এখনই বলা যাচ্ছে না। তবে এর মাধ্যমে পুলিশ বেওয়ারিশ লাশ সনাক্তকরণ, বিদেশী অপরাধী বিশেষ করে পার্শ্ববর্তী দেশগুলোর বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত নাগরিককে সনাক্ত করতেও এ তথ্য ভাণ্ডার ব্যবহার করতে পারবে পুলিশ। আশাকরি খুব শিগগিরই চুক্তিটি হয়ে যাবে।