দেখিয়ে দেবেন ফাওয়াদ
স্পোর্টস ডেস্ক:
ফাওয়াদ আলমকে নিয়ে পাকিস্তানে নানা সময়ে বিস্তর আলোচনা হয়েছে। বলা হয়, পিসিবি তার প্রতিভার সঠিক মূল্যায়ন করেনি। সমালোচকরাও তাকে ‘টুক-টুক’ করা (ধীর গতির) খেলোয়াড় বলে ব্যঙ্গ করে থাকেন। অনেকদিন পর বাংলাদেশ সিরিজে ডাক পেয়েছেন তিনি। দলে ফিরেই করেছেন ‘দেখিয়ে দেয়ার’ অঙ্গিকার। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ, একটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে। খেলা মাঠে গড়াবে ১৭ এপ্রিল। গাদ্দাফি স্টেডিয়ামে এখন প্রাকটিসে ব্যস্ত আছে পাকিস্তান দল। সেখানে সংবাদ সম্মেলনে ক্যারিয়ার আর বাংলাদেশ সিরিজে নিজের লক্ষ্যের কথা নিয়ে আলোচনা করেন ফাওয়াদ। সাংবাদিকদের ফাওয়াদ বলেন, ‘আমি এখন ফিটনেসের ওপর জোর দিচ্ছি। বিশ্বকাপে দলে ছিলাম না, তবে এখন শারীরিকভাবে ভালো অবস্থায় আছি।’ মিসবাহ-উল হক অবসর নেয়ায় পাকিস্তান মিডল অর্ডার নিয়ে চিন্তায় আছে। ফাওয়াদ আলম এ যায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ইনিংস মেরামতে তার সহজাত দক্ষতার কারণেই মূলত তাকে দলে রেখেছেন পাক নির্বাচকরা। সমালোচকদের খোঁচা দিয়ে ফাওয়াদ বলেন, ‘দুই-চারটি সিঙ্গেল নেয়ার পাশাপাশি আমি কিন্তু ছয়ও মারতে পারি। বাংলাদেশ সিরিজে সেটা দেখিয়ে দিতে চাই।’ ফাওয়াদের মতো মিসবা-উল হকও তার ক্যারিয়ারের শুরুতে ধীরগতির ব্যাটিংয়ের জন্য সমালোচিত হতেন। তবে সময়ের সঙ্গে নিজেকে বেশ পাল্টে ফেলেন সাবেক পাক কাপ্তান। তার সর্বশেষ উদাহরণ বিশ্বকাপ। দল ব্যর্থ হলেও মিসবা-উল হকের ব্যাটিং প্রশংসা কুড়িয়েছে। পাকিস্তানকে কোয়ার্টার ফাইনালে তুলতে তার ব্যাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।