দেবের সাথে ঋত্বিকা
বিনোদন ডেস্ক:
দেবের জীবনে শুভশ্রী এখন অতীতের একটি ছায়ামাত্র। শুভশ্রীর মুখশ্রীর দিকে চেয়ে দেবের কণ্ঠে আর শোনা যায় না, পরান যায় জ্বলিয়া রে…। দেবের জীবনে এসে গেছে নতুন নারী। তার নাম ঋত্বিকা সেন। কিছুদিন আগে এক সাংবাদিক সম্মেলনে দেব বলেছিলেন, আর মাত্র তিন বছর, এরপরই বিয়েটা সেরে ফেলবো। তা হলে কি তিনি ঋত্বিকাকে বিয়ে করবেন বলে ঠিক করে ফেলেছেন? না-না, এখনই উতলা হবার কিছু ঘটেনি। তবে ঘটতেও যে পারে তার নজির তো সিনেজগতে হরহামেশায় দেখা যাচ্ছে। দেব-ঋত্বিকার প্রেম আপাতত শুরু হচ্ছে লাইট-ক্যামেরার দুনিয়ায়। রিল লাইফে এ জুটিকে মেলাতে চলেছেন পরিচালক অপর্ণা সেন। ছবি নাম আর্শিনগর। আসলে শেক্সপিয়ারের দুইমলাটের রোমিও জুলিয়েট এবার ধরা পড়তে চলেছে পরিচালক অর্পনা সেনের ক্যামেরার লেন্সে। আর এ ছবিতে রোমিওর চরিত্রের জন্য প্রথম থেকেই অপর্ণা ঠিক করে রেখেছিলেন টালিউডের চকোলেট বয় দেবকে। কিন্তু জুলিয়েটের চরিত্রে কে অভিনয় করবেন তা বুঝে উঠতে পারছিলেন না পরিচালক। তবে কিছুদিন আগে জুলিয়েট হিসাবে তিনি বেছে নিয়েছেন টালিউডের নবাগতা ঋত্বিকাকে। সম্প্রতি কলকাতায় শুরু হয়ে গেছে ছবির শ্যুটিং। এখন শুধু সময়ের অপেক্ষা। এরপরই পর্দায় জমে উঠবে দেব-ঋত্বিকা রোম্যান্স।