Connecting You with the Truth

দেশসেরা সাকিব হয়ে গেলেন ফুটবলার

s-4
স্পোর্টস ডেস্ক:
শৃঙ্খলা ভঙ্গ করায় ক্রিকেটে ছয় মাস নিষিদ্ধ। হাতে তাই অখণ্ড অবসর। কী আর করা। এই অবসরে ‘ফুটবলার’ হয়ে গেলেন সাকিব আল হাসান। শনিবার রাজধানীর একটি আবাসিক এলাকার মাঠে কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে ফুটবল খেলতে দেখা গেল দেশসেরা এই ক্রিকেটারকে। এর আগে বোর্ডকে না জানিয়ে বিদেশে খেলতে যাওয়ায় এবং শৃঙ্খলা ভঙ্গের বেশ কয়েকটি ঘটনা তুলে ধরে ৭ জুলাই সাকিবকে ছয় মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে বহিষ্কার করে বিসিবি। তারপর বোর্ড থেকে তার শাস্তির মেয়াদ কমার ইঙ্গিত আসে। তবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এই নিষেধাজ্ঞা মাথায় নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলের বাইরে আছেন তিনি।


Comments
Loading...