Connecting You with the Truth

‘দেশা: দ্য লিডার’ ছবিতে গাইলেন জেমস

b-2
বিনোদন ডেস্ক:
গরবাউল ব্যান্ডের রকতারকা জেমস এবার ‘দেশা: দ্য লিডার’ ছবিতে গাইলেন। এর কথা লিখেছেন ও সুর করেছেন শফিক তুহিন। ১২ সেপ্টেম্বর রাতে জেমসের কলের গান স্টুডিওতে এর রেকর্ডিং হয়েছে। নতুন গান প্রসঙ্গে জেমস বলেন, ‘দেশের প্রতি সচেতনতা বৃদ্ধির জন্য এ গানটি তৈরি হয়েছে। তাই গানটি গাইলাম। গেয়ে ভালো লেগেছে।’ এবারের কোরবানি ঈদে মুক্তি পাচ্ছে ‘দেশা: দ্য লিডার’ ছবিটি। সৈকত নাসিরের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, সোহেল খান, মঞ্জুরুল করিম, শিপনসহ অনেকে। জেমস সম্প্রতি ‘জিরো ডিগ্রী’, ‘ওয়ার্নিং’ ও ‘সত্তা’ ছবিতে গান গেয়েছেন। চলচ্চিত্রে জেমসের গাওয়া প্রথম গান মান্না প্রযোজিত-অভিনীত ‘মনের সাথে যুদ্ধ’ ছবির ‘আসবার কালে আসলাম একা’। এর কথা লিখেছিলেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনায় ইমন সাহা। এরপর তিনি ‘মাটির ঠিকানা’ ছবিতেও একটি গান গেয়েছিলেন।


Comments
Loading...