Connecting You with the Truth

দেশের উন্নতিই একমাত্র ধর্ম – মোদি

images (3)ঘর ওয়াপসি’ থেকে দিল্লির একাধিক চার্চে ভাঙচুরের ঘটনায় ধর্মীয় সহিষ্ণুতার প্রশ্নে কিছুটা ব্যাকফুটে মোদি সরকার। সে দিকে তাকিয়েই শুক্রবার লোকসভায় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের মধ্যে ধর্মীয় ভেদাভেদ তিনি মোটেও বরদাশত করবেন না বলে জানিয়েছেন নমো।
ধর্ম ও জাতির ভিত্তিতে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার অধিকার কারোর নেই বলে লোকসভায় রাষ্ট্রপতির বক্তৃতার ধন্যবাদ জ্ঞাপনে ভাষণে জানিয়েছেন নমো। মোদির কথায়, “আইন কেউ নিজের হাতে তুলে নিয়ে ধর্মের নামে ভেদাভেদ সৃষ্টি করতে পারে না। আমার সরকারের একমাত্র ধর্ম ‘ভারত’, একমাত্র ধর্মগ্রন্থ ভারতের সংবিধান, আর একমাত্র প্রার্থনা সবার মঙ্গল।” বিজেপি সরকার মানুষকে কালো টাকা নিয়ে ভাবতে বাধ্য করেছে বলেও দাবি করেছেন মোদি। দেশের মধ্যে যে ভাবে সব স্তরে দুর্নীতি ডালপালা মেলেছে তা নিয়েও এদিন উদ্বেগ প্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রী।

Comments
Loading...