Connecting You with the Truth

দেশের মানুষ সহিংসতা রুখে দিয়েছে -এমপি ইসরাফিল আলম

আত্রাই প্রতিনিধি, নওগাঁ:
নওগাঁর আত্রাই-রাণীনগর আসনের সাংসদ ইসরাফিল আলম বলেছেন, বিএনপি ও জামায়াত-শিবিরের সহিংসতা দেশের মানুষ রুখে দিয়েছে। তাদের ডাকা কর্মসূচি এ দেশের সচেতন মানুষ প্রত্যাখ্যান করেছে। জামায়াত-শিবির আজও এদেশের স্বাধীনতা মেনে নিতে পারে নি। তারা ’৭১ সালে যেভাবে এদেশের মানুষকে হত্যা করেছে তাদের বিচার এ দেশের মাটিতেই হবে। গত কাল জাতীয় শ্রমিক লীগ আত্রাই শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, খালেদা জিয়া প্রতিজ্ঞা করেছিলেন আওয়ামী লীগের পতন না হওয়া পর্যন্ত তার কার্যালয় থেকে তিনি বের হবেন না, কিন্তু তাকে বাড়ি ফিরতে এ দেশের মানুষ বাধ্য করেছে।
আত্রাই উপজেলা জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল মতিন মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, মো. আব্দুর রশিদ দপ্তর সম্পাদক জাতীয় শ্রমিক লীগ নওগাঁ শাখা, বিপুল শিকদার অর্থ বিষয়ক সম্পাদক জাতীয় শ্রমিক লীগ, নওগাঁ জেলা শাখা ও সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক লীগ, হারুন-অর রশিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ, নওগাঁ জেলা শাখা, আসাদ্দৌলা খান, সভাপতি জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগ, নওগাঁ সদর উপজেলা, মো. আব্দুস ছালাম প্রামাণিক সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ, আত্রাই উপজেলা শাখা, মো. আব্দুল হামিদ, আইন বিষয়ক সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ আত্রাই শাখা, আব্দুস সবুর সাংগঠনিক সম্পাদক জাতীয় শ্রমিক লীগ আত্রাই শাখা।
অনুষ্ঠান উদ্বোধন করেন মো. জহুরুল সিদ্দিকী মিলন, সভাপতি, জাতীয় শ্রমিক লীগ, নওগাঁ জেলা শাখা।

Comments
Loading...