দেশে রাজনীতি বলে কিছু নেই: মঈন খান
স্টাফ রিপোর্টার:
বর্তমানে বাংলাদেশের রাজনীতি বলে কিছু নেই। আওয়ামী লীগ মনে করে বাংলাদেশ জনগণের নয়, কারও পৈত্রিক স¤পত্তি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। গতকাল জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদের আয়োজনে ‘বর্তমান পেক্ষাপট: গণমাধ্যম ও বিচার বিভাগ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব এখন জানমালের রক্ষা করা। বিএনপির ওপর মানুষের অনেক আস্থা রয়েছে। তারা মনে করছে বিএনপিই তাদের মুক্তির সনদ দিবে। তিনি আরও বলেন, বিএনপির শক্তি কোনো সংগঠন নয়, বাংলাদেশের মানুষই তাদের শক্তি। অন্যদিকে আওয়ামী লীগের শক্তি সংগঠন হতে পারে। তারা যেপথে হাটে বিএনপি সে পথে হাটে না। বর্তমান সরকার সংবাদপত্রকে নিয়ন্ত্রণ করছে। সাংবাদিকরা যদি এর প্রতিবাদ আগেই করতো তাহলে এ অবস্থা হতো না। এটি নিয়ন্ত্রণ নয় বরং দমন নীতিমালা জানান মঈন খান। আবু নাসের মোহাম্মদ রহমত উল্লার সভাপতিত্বে মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক উপউপাচার্য ড. ইউসুফ হায়দার।