Connecting You with the Truth

ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

train bdpগাজীপুর প্রতিনিধি: ঢাকাগামী একতা এক্সপ্রেসের চাকা লাইনচ্যূত হয়ে আধঘণ্টার ব্যবধানে দ্বিতীয় দফা রাজধানীর সঙ্গে রাজশাহীসহ উত্তরাঞ্চল ও খুলনা এবং ময়মনসিংহের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। দুপুর পৌনে ১টার দিকে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকাগামী একতা এক্সপ্রেস বিকল হয়ে পড়লে সকাল সাড়ে ৮টা থেকে রাজশাহীর সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ থাকে।

জয়দেবপুর রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুজ্জামান জানান, শুক্রবার সকাল ৮টার দিকে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস একটি ট্রেনটির একটি বগির চাকার সঙ্গে থাকা স্প্রিং খুলে যায়। এ অবস্থা চলাচল বিপদজনক হওয়ায় চালক ট্রেনটি সালনা মিরেরগাঁও এলাকায় থামিয়ে দেয়। ফলে রাজশাহীর সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ট্রেনের ত্রুটি মেরামতের জন্য যন্ত্র বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে মেরামত কাজ সম্পন্ন করলে দেড় ঘণ্টা পর সকাল ১০টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ কারণে ধুমকেতুসহ বেশ কয়েকটি ট্রেন আটকা পড়লে দুর্ভোগে পড়ে যাত্রীরা।

Comments
Loading...