Connecting You with the Truth

দেড় মাস পর হানিমুনে শহিদ-মিরা

দেড় মাস পর হানিমুনে শহিদ-মিরাবিনোদন ডেস্ক : বিয়ে হয়েছে প্রায় দেড় মাস কিন্তু এখনো মধুচন্দ্রিমা উপভোগ করা হয়ে ওঠেনি বলিউড অভিনেতা শহিদ কাপুরের। একটু দেরিতে হলেও নববধূ মিরাকে নিয়ে শাহিদ পাড়ি দিলেন সমুদ্র পাড়ে। মধুচন্দ্রিমার একান্ত নিজেদের দিনগুলি শাহিদ-মিরা কাটাচ্ছেন লন্ডনে।

বিয়ের পরেই শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন শাহিদ। তাই হানিমুনে যেতে একটু দেরি হয়ে গেল এ অভিনেতার। গত ৭ জুলাই দিল্লির মেয়ে মিরা রাজপুতকে বিয়ে করেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর শহিদ কাপুর। তবে বিয়ের পরই ‘ঝলক দিখলাজা’-এর শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন হায়দার সিনেমা খ্যাত এ অভিনেতা। তাই সেই সময় হানিমুনে যেতে পাড়েননি। তবে এখন সময় পেতেই হানিমুনটা সেরে ফেলতে উড়ে গেলেন লন্ডনে। এদিকে শোনা যাচ্ছে, হানিমুনের জন্য শাহিদ-মিরার প্রথম পছন্দ ছিল ইউরোপ। পরে অবশ্য লন্ডন শহরকে বেছে নিয়েছেন তারা।

রাধা সাওমি সাতসাঙ্গ বেয়াস নামক এক ধর্মীয় উৎসবে পরিচয় হয় শহিদ এবং মিরার। শহিদ এবং তার বাবা এ ধর্মীয় সংগঠনের সদস্য।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments
Loading...