Connecting You with the Truth

দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে পিএইচপি গ্রুপের জামিন বাতিলের আবেদন খারিজ

amadesh-chattgramচট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের শিল্পগোষ্ঠী পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মিজানের বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা শীর্ষক সংবাদ প্রকাশ করায় দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে একিই বিষয়ে একটি সংবাদ প্রকাশ করার কারণে একের পর এক পাঁচটি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। বিস্ময়কর ব্যাপার এই যে, চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর অধীন আদালতগুলোতে এই সব মামলা হচ্ছে। একিই আদালতে দুইটি মামলাও হয়েছে। সবগুলো মামলায় জামিন নেওয়ার পর জামিন বাতিলের আবেদন করছে পিএইচপি গ্র“পের আইনজীবীরা। প্রযুক্তি আইনে ৫৭ ধারায় দায়ের করা মামলায় জামিন বাতিলের পিএইচপির আবেদন খারিজ করে দিয়েছে বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতের বিচারক শাহে নুর। মামলার বিবরণে জানা যায়, চট্টগ্রামে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (সীতাকুণ্ড) আ, স, ম শহীদুল­াহ কায়সার এর আদালত ২০১৫ সালের সেপ্টেম্বর মাসের ১৫ তারিখে সি আর মামলা নং-৬৮/০৮ এ পিএইচপি গ্র“পের চেয়ারম্যান সুফি মিজানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। আদালতের আদেশ মতে ১৭ সেপ্টেম্বর ২০১৫ ইং তারিখে দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকায় পিএইচপি গ্র“পের চেয়ারম্যান সুফি মিজানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে পিএইচপি গ্র“পের চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তার অধিনস্থ কর্মকর্তা/কর্মচারী দিয়ে সত্যকে গোপন করে, মিথ্যার আশ্রয় নিয়ে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর আওতাধীন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের আদালতে একের পর এক পাঁচটি মামলা দায়ের করে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী প্রত্যেকটি মামলায় আলাদাভাবে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত উভয় পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে জামিন মঞ্জুর করেন। সর্বশেষ সি আর ১০৪৮ তাং-২৯/১১/১৫ ইং যা খুলশী থানার মামলা নং-২৫ তাং-২৯/১১/১৫ ইং মামলায় গত ১৮ জানুয়ারি ২০১৬ ইং তারিখে দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করলে আদালত উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে এবং আদালত কর্তৃক সুফি মিজানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর আদেশ কপি পর্যালোচনা করে আদালত জামিন মঞ্জুর করেন। এতে পিএইচপি গ্র“পের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান আরো ক্ষিপ্ত হয়ে উঠেন। যার ফলে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতের দেয়া জামিন বাতিলের জন্য মহানগর দায়রা জজ আদালতে ২০ জানুয়ারি ২০১৬ ফৌজদারী মিচ মামলা ১৯৮/২০১৬ দায়ের করেন। আদালত ২৮ জানুয়ারি মামলাটি শুনানীর তারিখ ধার্য করেন। ধার্য তারিখে দৈনিক আমাদের চট্টগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী উপস্থিত থেকে নিযুক্তিয় কৌশলী এডভোকেট এ কে এম সামশুল ইসলাম কালাম, এডভোকেট এম এন আলম জামিনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অপরদিকে জামিন বাতিলের জন্য যুক্তি উপস্থাপন করেন বাদীর নিযুক্তিয় আইনজীবীগণ। বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালত এর বিচারক শাহে নুর উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে জামিন বাতিলের আবেদন অর্থাৎ ফৌজদারী মিচ মামলা ১৯৮/২০১৬ খারিজ করে দেন।

Comments
Loading...