দৈনিক বর্তমানের সম্পাদককে নবীনগরের সাংবাদিকদের অভিনন্দন
নবীনগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
৬ষ্ঠ বারের মত কর দাতাদের শীর্ষস্থান অর্জনকারী দৈনিক বর্তমান পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন নবীনগরের সাংবদিক সমাজ। গতকাল বুধবার সকালে এক আলোচনা সভায় তাকে অভিনন্দন জানিয়েছেন, প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সঞ্জয় সাহা, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, শ্যামা প্রসাদ চক্রবর্তী, মো. নূরে-আলম (বিপ্লব), হযরত আলী, এ.এস.রুবেল ও দৈনিক বর্তমানের নবীনগর সংবাদদাতা খান জাহান আলী চৌধুরী, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি আব্দুল হাদী প্রমুখ।