দৌলতপুরে অস্ত্র ও গুলি উদ্ধার
আব্দুল আলীম সাচ্চু, দৌলতপুর, কুষ্টিয়া:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্ত এলাকা থেকে একটি এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
থানা সুত্র জানায়, গত বুধবার বেলা ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মথুরাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্ত এলাকার সোনা মেম্বারের বাড়ির পার্শ্বস্থ একটি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।